December 11, 2024, 11:54 pm
আসাদুর রহমান,ঝাউডাঙ্গা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের ৩০ বছর পূর্তি উপলক্ষে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা বাজারে এক বর্ণাঢ্য র্যালী শেষে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।ইয়াং মুসলিম জেনারেশন’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখায় আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জজকোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ। এসময় বিভিন্ন ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশন করেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরীফ মুস্তাফিজ বিল্লাহ, সেক্রেটার হাফেজ সাইফুল্লাহ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
Leave a Reply