December 11, 2024, 11:28 pm
সাতক্ষীরার তালায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৪ ডিসেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের বিল্লাল হোসেন কে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পাচরোখি গ্রামের সিদ্দিক ও তার ছেলে মুর্শিদ এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন। তবে সিদ্দিক মাদক ব্যবসা ও হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
বিল্লাল হোসেন অভিযোগে উল্লেখ করেন, সিদ্দিক এলাকায় মাদক ব্যবসা করেন। এতে জাতপুর গ্রামের কিশোর ও যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। বিল্লাল হোসেন সিদ্দিককে মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এতে রিপন ক্ষিপ্ত হয়ে আজ বিকালে বিল্লাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে তালা সদর হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply