December 4, 2024, 8:48 am
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ০২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা সদরের আয়োজনে মঙ্গলবার (০৩ ডিসেম্বর)সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা সদরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের।এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশে’র রিসোর্স পার্সন সাবরিনা সুলতানা, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী।
প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা থেকে আগত ১১৬ জন স্বাস্থ্য কর্মীদের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply