December 11, 2024, 9:09 pm

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, বিউটিফিকেশন, ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক), ওয়েল্ডিং ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার প্রশিক্ষক কম্পিউটার মো. আব্দুল মতলেব’র সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মো. আব্দুল মাজেদ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বপ্ন হাত ছানি দিচ্ছে। এগিয়ে যেতে হবে। বিখ্যাত হওয়া সহজ কিন্তু আমরা বিখ্যাত হওয়ার কাজ করি না। ক্ষমতা মানুষকে বিখ্যাত করে না। কর্মই মানুষকে বিখ্যাত করে। মানুষের ক্ষতি করে বিখ্যাত হওয়া যায় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited