December 26, 2024, 11:56 am
এস.এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক, দক্ষিণবঙ্গের উন্নয়নের রুপকার, ৮০/৯০ দশকের সামরিক শাসক বিরোধী আন্দোলনে সংগ্রামী সাবেক ছাত্রদল নেতা সদ্য (৭০ বছর সাজাপ্রাপ্ত) কারামুক্ত হাবিবুল ইসলাম হাবিবের আশুরোগমুক্ত ও সুস্থতা কামনায় ঝাউডাঙ্গায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সন্ধা ৭ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক বিএনপি নেতা ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মোঃ কামরুল হুদা, সদস্য সচিব মোঃ শাহাজাহান আলী বাবলু, সাবেক যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান (বাপ্পী), ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান (পলাশ), সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক খালিদ হাসান সুমন। সদর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, সাবেক যুবদলের সভাপতি আলতাফ হোসেন, বজলুর রহমান, সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, লিটন, তৌহিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, বদরুজ্জামান বিলাস, মুকুল, রহিম, ছাত্র নেতা আলিম, সুজন, অপু, ইকরামুল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিবের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসার হুজুর হাফেজ মাওলানা আবু মুছ।
Leave a Reply