January 22, 2025, 5:06 am

সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল ৮৪ টি ভারতীয় শীতের কম্বল আটক করে।

মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন সাতক্ষীরাস্থ আগড়াখোলা নামক স্থান হতে ভারতীয় শীতের কম্বল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুজতে পেরে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায় । পরবর্তীতে আভিযানিকদল উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮৪টি ভারতীয় শীতের কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় কম্বলের মূল্য ৮৪ X ৪,০০০/- = ৩,৩৬,০০০/- টাকা (তিন লক্ষ ছয়ত্রিশ হাজার) টাকা।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited