December 26, 2024, 1:32 pm
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ৪২ বছর বয়সে গত ৯ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……… রাজিউন)। তিনি ২ পুত্রসহ বহু আত্মীয়—স্বজন রেখে গিয়েছেন। ১০ নভেম্বর দুপুরে নামাজে জানাযা শেষে মরহুমাকে নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারী খোরশেদ আলম যৌথভাবে এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে নের্তৃদ্বয় মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমার শোক—সন্তপ্ত পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১০/১১/২৪
Leave a Reply