January 28, 2025, 2:43 am
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১ আসনের জামায়াতের নমিনি অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ বলেছেন, চুয়ান্ন বছর ধরে আওয়ামীলীগ দেশ চালিয়েছে, বিএনপি দেশ চালিয়েছে, জাতীয়পাটি দেশ পরিচালনা করেছে, কিন্তু একটি দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত, একটি মাদকমুক্ত, একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ কোনো সরকার উপহার দিতে পারেনি। আমরা একাত্তরে স্বাধীন হলাম, আর ভিয়েতনামতো পচাত্তরে স্বাধীন হলো। তাহলে আমাদের চেয়ে ভিয়েতনাম অর্থনৈতিকভাবে এতো উন্নত কেনো। মালেয়েশিয়াতো আমাদের পরে স্বাধীন হয়েছিলো তারা এতো ডেভোলপ করলো কেনো।
শুক্রবার ৮ ই নভেম্বর তালা উপজেলার কানাইদিয়া রথখোলা, মহান্দী বাজারে পথসভা ও সবশেষে যুব জামায়াতের আয়োজনে খেজুরবুনিয়া বাজারে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
প্রধান অতিথি আরও বলেন, এদেশে আর আমরা গনঅভ্যুত্থান ঘটাতে চাইনা। আর আমরা এদেশে স্বাধীনতা আন্দোলন করতে চাইনা। এদেশের মানুষ সবাইকে নিয়ে কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খৃষ্টান সবাই আমরা এদেশের জনগন। অতএব এদেশের জনগনকে নিয়ে একটি কল্যণমুখী, ন্যায়মুখী, সন্ত্রাসমুক্ত, শোষনমুক্ত, জুলুমমুক্ত, অবিচারমুক্ত সমাজ আমরা গড়তে চাই। এজন্য জামায়াতে ইসলামী নৈতিক প্রশিক্ষনের মাধ্যমে ভালো মানুষ তৈরি করতে চাই। তিনি বলেন, নের্তৃত্ব যে পথে চলে সমাজও সে পথে চলে। জামায়াতে ইসলামী যে নেতৃর্ত্ব তৈরি করছে এই নের্তৃত্ব দ্বারা বাংলাদেশকে একটি সোনারদেশে পরিনত করা সম্ভব।
তিনি আরও বলেন, জামায়াত নেতাদেরকে নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে শায়েস্তা করা হয়েছে, জুলুম করা হয়েছে, মারধর করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু দুর্নীতির কোন অভিযোগ তাদেরকে দেয়া যায়নি। সুতরাং এ ধরনের নের্তৃত্বের হাতে দেশের কর্তৃত্ব অর্পন করলে ১৮ কোটি মানুষ মুক্তি পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক তালা উপজেলা আমীর জেলা প্রশিক্ষন সম্পাদক ডাঃ মাহমুদুল হক, সাবেক উপজেলা আমীর ডা: আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, খলিলুর রহমান, আব্দুল্লাহ মনা সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
ইয়াছীন আলী সরদার
তালা(সাতক্ষীরা)সংবাদদাতা
০১৭১১০৬৫৩৮৩
তারিখ: ০৯/১১/২৪
Leave a Reply