November 13, 2024, 6:42 am
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সৃজনশীল, দক্ষ-প্রত্যয়ী ও সময়ের শ্রেষ্ঠ সাংবাদিক হতে প্রশিক্ষণের বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করে সাতক্ষীরা সদরে নবীন সাংবাদিকদের নিয়ে আয়োজন করে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে অর্ধ দিনব্যাপী নবীন সাংবাদিকদের নিয়ে মুন্সিপাড়া সদর অফিসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।জাতীয় দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান’র সভাপতিত্বে ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান মিটন’র সঞ্চালনায় বাছাইকৃত নবীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রফেসর ওবায়দুল্লাহ।
এসময় তিনি সাংবাদিকতায় সততা সাথে করতে ও ক্যারিয়া গড়া ও টিকে থাকাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। একজন দক্ষ সাংবাদিক হতে হলে বিশেষ করে উচ্চারণ, বাচনভঙ্গি, পোষাক, সোর্স তৈরি করা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে সঠিক তথ্য পাওয়া যায় এবং উপস্থাপনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।আরো বলেন, এই ধরনের কর্মশালা আরও বেশি বেশি হওয়া দরকার। আজকে আমরা সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জানতে পারলাম। এর মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারব বলে মনে করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা আজাদুল ইসলাম।
এসময় তিনি বলেন যোগ্য সাংবাদিক গড়ে তুলতে এ কর্মশালার আয়োজন করেছে। যাতে নবীন সাংবাদিকরা মাঠ পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। সেই সাথে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে।
এসময় বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও আয়না স্বরুপ। একটি জাতিকে এগিয়ে নিতে সংবাদ মাধ্যমের গুরত্ব অনস্বীকার্য। সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রীয়। যার মাধ্যমে রাষ্ট্রের সম্যক ধারণা নেওয়া যায়। একজন নাগরিক রাষ্ট্র নিয়ে ভাবনা অপরিহার্য। ক্যাম্পাস সাংবাদিকতার মধ্যমে এ শিক্ষায় এগিয়ে নিতে সহায়ক হবে আজকের এ কর্মশালা।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধ আসাদুজ্জামান খান, দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধ মুহাম্মদ হাফিজ, ক্রাইম বার্তার প্রতিনিধ মোস্তাকিম, আসাদুর রহমান, দৈনিক সুত্যপাঠ পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন, নিউজ জোন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধ এস এম আবদুল্লাহ মামুন,সাতক্ষীরা চিত্র পত্রিকার প্রতিনিধ মুহাম্মদ আলী মুন্সী ,সাতক্ষীরা ট্রিবিউন এর প্রতিনিধি রুহুল কুদ্দুস, সাতক্ষীরা চিত্র পত্রিকার প্রতিনিদি আবদুল করিম,দৈনিক পরিবর্তন পত্রিকার প্রতিনিধি জাহিদুল বাসার ,ক্রাইম বার্তার প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক আলমগীর হোসেন,সাংবাদিক আরিফ হোসেন রনি, সাংবাদিক তবিবুর রহমান, সাংবাদিক ইমাম হোসাইন, সাংবাদিক আল মামুন,সাংবাদিক আল মুজাহিদ প্রমুখ।
Leave a Reply