December 26, 2024, 11:12 pm
কামরুজ্জামান মিঠু তালার (সাতক্ষীরা) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সাত ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং পথসভা অনুষ্ঠিত হয় । তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি তালা উপজেলা পরিষদ তালা বাজার এবং তালা থানার সামনে দিয়ে সরকারি কলেজ পিছন দিয়ে প্রেসক্লাব মোড় হয়ে তালা বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় ।
রেলি শেষে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলাম ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলার জামাত নেতা ও তালা উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম ,অ্যাডভোকেট মশিউর রহমান, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক , শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান সহ আরো অনেকে ।পথসভায় বক্তারা ৭ই নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে বিভিন্ন আলোচনা করেন । ৭ই নভেম্বরের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের কর্ম পান্থা নির্ধারণ করতে হবে। বিগত পাঁচ ই আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের ফলে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বাজানো হয়েছে আমাদের কোন ভুলের কারণে এই অপশক্তি যেন আগামীতে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
Leave a Reply