December 27, 2024, 1:25 am
আব্দুর রাজ্জাক :আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে মৎস্য ঘরে এক চুরি ঘটনা ঘটে। আজ ৬.১১.২৪ সকাল সাত ঘটিকার দিকে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনিসুর রহমানের মৎস্য ঘরে মাছ উত্তোলনের জন্য জেলেদের নিয়ে আসেন।মাছ ধরা শেষ হলে আনিসুর রহমান মাছ বিক্রি করার উদ্দেশ্যে চলে যান। জাল টানার ফাঁকে জেলেরা তার ঘের থেকে আনুমানিক ১০ হাজার টাকার মাছ চুরি করে রাখে। জেলেরা তাদের জাল গোছানোর সময় স্থানীয়রা দেখতে পায় এবং মাছসহ ধরা পড়ে। স্থানীয়রা দুজনকে আটক করতে সক্ষম হয় বাকি তিনজন পালিয়ে যায়। আটকৃত হলেন পার্শ্ববর্তী বুধহাটা ইউনিয়নের ১.মো: আইয়ুব হোসেন, পিতা :দাউদ আলী গাইন, গ্রাম :কুন্দুরিয়া,২. ইসলাম, পিতা :গফুর গাজী, গ্রাম :চুমুরিয়া, পাইথালী আশাশুনি সাতক্ষীরা। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতা মুচলেকা দিয়ে আটককৃতদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
Leave a Reply