November 13, 2024, 6:52 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরকানের উদ্যোগে হিফজুল কুরআন এ্যাওয়াড প্রদান ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাত্র ৬ মাস ২৮ দিনে এক শিক্ষাথীর হেফজ সম্পন্ন করাসহ ১০জন হেফজ সম্পন্নকারীর হাতে এ্যাওয়াড তুলে দেওয়া হয়। রবিবার (৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম মুকুল। প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন’র সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাহমুদুল হাসান’র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী বিশিষ্টি শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, কৌতুক, ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন বিষয়েম মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতু আল ফুরকান। তানভির হাসান মেহেদী সাতক্ষীরা খুলনারোড মোড় বাসটারমিনাল সংলগ্ন মাদরাসাতু আল-ফুরকানের ছাত্র এবং জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোনাখালি গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে। মাত্র ৬ মাস ২৮ দিনে সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে।
Leave a Reply