November 21, 2024, 6:29 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের ৪২ বছরে পদার্পণ ৩৭ বর্ষ ঈক্ষণ সাহিত্য পত্রিকা প্রকাশ ও ঈক্ষণ সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এ ঈক্ষণ সম্মাননা প্রদান করা হয়।
ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি পলটু বাসার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক’র উপস্থাপনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান। পত্রিকা আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সহযোগী অধ্যাপক কবি শুভ্র আহমেদ। সাহিত্যে অবদানের জন্য কবি সিরাজুল ইসলামের (মরণোত্তর) পক্ষে কবির সহধর্মিনী কবি নেলী আফরিন, কবি সোহার্দ সিরাজ, কবি- সম্পাদক আমিরুল বাসার ও কবি এলিজা খাতুনকে ঈক্ষণ সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।
Leave a Reply