November 13, 2024, 7:00 am
আরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
আশাশুনিতে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে র ্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। চাপড়া পাইওনিয়ার যুব সংঘের সেক্রেটারী ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশাশুনি সমন্বয়ক আকাশ হোসেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক মহিলা মেম্বার মিনতি রানী সরকার, আশাশুনি যুব ফোরামের আব্দুল্লাহ আল মাছুদ, উদারতা যুব ফাউন্ডেশনের জোবায়ের হোসেন, স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের তারিক মনোয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক তানিয়া সুলতানা প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষক বিল্লাল হোসেন ও গীতা থেকে পাঠ করেন চন্দনা রানী। সভাশেষে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। সবশেষে ইনজামুল হককে ৬০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৬০ জন হাঁস মুরগি পালন প্রশাক্ষণ প্রাপ্ত যুবদেরকে সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply