January 2, 2025, 11:44 pm

দেবহাটার নবাগত ওসি’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেবহাটার নবাগত ওসি’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানায় যোগদানকৃত নতুন ওসি নুর মোহাম্মদ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা। বুধবার রাতে অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, দেবহাটা সদর ইউনিয়ন আমীর আবুল হোসেন, দেবহাটা উত্তর শিবির শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, জামায়াতের দেবহাটা উপজেলা মিডিয়া বিভাগের সদস্য মুজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নবাগত ওসি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন। সেই সাথে দেবহাটাকে অপরাধ মুক্ত রাখতে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন। পুলিশের কর্মকান্ড আরো জনবান্ধব করতে বিভিন্ন পরমর্শ প্রদানের আহবান জানান।
উল্লেখ্য যে, নবাগত ওসি নুর মোহাম্মাদ ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিভিন্ন সময় পুলিশ বাহিনীতে সুনামের সাথে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক পদোন্নতি লাভ করে দেবহাটা থানায় পুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। ইতিপূর্বে সাতক্ষীরা সদর থানায় দায়িত্ব পালন করেন তিন। বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে তিনি একটি কলেজের প্রভাষক পদে চাকুরী করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited