তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে তালায় আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালিত হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সভাপতি জনাব অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফরুক , মাগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, শিবিরের জেলা শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন সাগর, তালা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোমতাজ উদ্দীন , মাওলানা রেজাউল করীম, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জালালুল বান্না,পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি নাজমুল হক, সরুলিয়া ইউনিয়ন আমীর শাহ আলম, মাওলানা নজরুল ইসলাম, প্রমুখ ।
অনুষ্ঠানের বক্তারা বলেন,
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে-খুঁচিয়ে নিরাপরাধ মানুষকে খুন করে লাশের উপর নৃত্য করে জঘন্যতম বর্বরতার সূচনা করেছিল। হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। আওয়ামী লীগের লগি বৈঠার ভয়াবহ নৃশংসতায় জীবন দিতে হয়েছিল সারাদেশে অর্ধশত নিরীহ জনসাধারণের। ২০০৬ সালের ২৮ অক্টোবরে যারা খুনের নেশায় মেতে উঠেছিল অবিলম্বে সেই সকল খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। তখনকার গনমাধ্যমে এই পৈশাচিক ঘটনা বিশ্ববাসীকে প্রত্যক্ষ করিয়েছিল। তখনকার সরকার ঐ ঘটনার তদন্ত করে আসামিদের গ্রেফতার করে, বিচারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
Leave a Reply