November 21, 2024, 8:30 am
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনা লাভে দোকান পরিচালনা শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।ভিন্ন রকম এক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
রোববার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের বড় বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি মাসুম, আরাফাত,মোহিনী প্রমুখ।
দোকানে ডাল ডিম, আলু, বিক্রয় করা হয়। ন্যায্য মূল্যে সবজিসহ অন্যান্য পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছে বাজারদর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
এখন থেকে একই স্থানে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনা লাভের দোকানটি খোলা থাকবে।
Leave a Reply