January 2, 2025, 11:24 pm
আশাশুনি প্রতিনিধি:২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে আশাশুনিতে জামাায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন জামায়াত এ সভার আয়োজন করে। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতি্ত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা আতাউর রহমান।সাবেক উপজেলা সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহজাহান আলী,সাবেক থানা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন,থানা ছাত্র শিবির সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ। সভায় ২৮ অক্টোবর আশাশুনি বাজার চাদনি চত্বর,বুধহাটা করিম সুপার মার্কেট,প্রতাপনগর তালতলা বাজার সহ উপজেলার ১১ ইউনিয়নে পল্টন ট্রাজেডি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান
Leave a Reply