January 3, 2025, 12:51 am
রুহুল কুদ্দুস, ধুলিহর: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন অর্থায়নে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম,প্রজেক্ট অফিসার (প্রোগ্রাম) এস এম চাতক, প্রজেক্ট অফিসার (রিপোটিং) রোমেল,ফিল্ড ফ্যাসিলিটেটর ফারহানা দিবা,ইয়ুথ এ্যাডেপ্টেশন ফোরামের সভাপতি কর্ন বিশ্বাস সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষীকা বৃন্দ ও এলাকার সুূধী ব্যক্তি বর্গ।এসময় প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন,প্লাস্টিক পন্য ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে সুতরাং প্লাস্টিক পন্য ব্যবহার কমিয়ে দিতে হবে।প্রজেক্ট অফিসার এস এম চাতক বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ,আমাদের ঝড় ঝাপসা থেকে রক্ষা করে, গাছ আমাদের মূল্যবান সম্পদ হিসেবে পরিগনিত করি করি সুতরাং আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো।
Leave a Reply