মানুষের সমস্যা সামাধান করতে গেলে ভালো মানুষ,দায়ীত্বশীল মানুষ,আমানাতদার মানুষ,যোগ্যতা সম্পন্ন মানুষদের নের্তৃত্বে নিয়ে আসতে হবে ……………..অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
- Update Time :
Saturday, October 19, 2024
-
31 Time View
-
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, বিগত সরকার পনের বছর ক্ষমতায় থেকে সাতক্ষীরা(তালা-কলারোয়া) এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় প্রশাসন ও উর্ধতন প্রশাসনের সহোযোগিতা নিয়ে যদি তারা জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে ভুমিকা রাখত তাহলে আজকের হাজার হাজার লক্ষাধিক মানুষ তাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। শনিবার দুপুরে তালার তেতুলিয়া ইউনিয়নের সুভাষিনী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতারন শেষে সন্ধায় সরুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত পাটকেলঘাটা পাচরাস্তা মোড়ে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরও বলেন, আসলে মানুষের সমস্যা সামাধান করতে গেলে ভালো মানুষ, দায়ীত্বশীল মানুষ, আমানাতদার মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষদের নের্তৃত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন ধরনের নের্তৃত্ব তৈরি করার জন্য চেষ্টা করছে যারা মন্ত্রীত্ব লাভ করে ৫ বছর ধরে তিনটা মন্ত্রনালয় পরিচালনা করার পর বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিয়েছে যে দুর্নীতির মহাসাগরের মধ্যে থেকেও সমান্য পরিমান কাদা না লাগিয়ে সততার সাথে মন্ত্রনালয় পরিচালনা করা যায়। এমন ধরনের লোকদের হাতে ক্ষমতা গেলে দেশে কোন দুর্নীতি থাকবেনা, সন্ত্রাস থাকবেনা, হিন্দু মুসলিম বৌদ্ধ-খ্রীস্টান সকল ধর্ম পেশার মানুষ তাদের অধিকার ফিরে পাবে। জামায়াত ইসলামী এ ধরনের ন্যায় ও ইনসাফপুন্য সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
৩নং সরুলিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাফেজ শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আজহারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কেন্দ্রীয় শুরা সদস্য জেলা তারবিয়াত সেক্রেটারী ডা: মাহমুদুল হক, তালা উপজেলা সাবেক আমীর জেলা ইউনিট সদস্য ডা: আফতাব উদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আমীর মাও: কামরাজ্জামান, তালা উপজেলা আমীর মাও: মফিদুল্লাহ,সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুরা সদস্য অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা শুরা সদস্য মাও: রেজাউল করীম, ঢাকা মহানগরীর মোহাম্মাদপুর থানার আমীর মুনিরুজ্জামান শামীম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আ: হালিম, নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মেহেদী হাসান, এডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা পাটকেলঘাটা শহর ছাত্র শিবির সভাপতি আব্দুল্ল্হা প্রমুখ।
ইয়াছীন আলী সরদার
Leave a Reply