January 3, 2025, 12:19 am

সাতক্ষীরার হিজলদী সীমান্তে একজন আসামীসহ ভারতীয় গাজা আটক

সাতক্ষীরার হিজলদী সীমান্তে একজন আসামীসহ ভারতীয় গাজা আটক

সাতক্ষীরার হিজলদী সীমান্তে একজন আসামীসহ ভারতীয় গাজা আটকঅ। ১৯ অক্টোবর ২০২৪ তারিখ ০৯২৫ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২.৫৫০ কেজি গাজা আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যনন্তরে বড়ালী পশ্চিম পাড়া নামক স্থান হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর হিজলদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় উক্ত স্থান হতে মোঃ রুহুল আমিন (৫২), পিতা-মৃত মিজানুর রহমান, গ্রাম-বাড়ালী, পোষ্ট-বুঝতলা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ২.৫৫০ কেজি গাজাসহ আটক করে। উক্ত আসামীর নামে কলারোয়া থানায় ২০২১ সালের ০১টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত গাজাসহ ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited