January 2, 2025, 5:38 pm

শ্যামনগরে উৎসর্গ সোসাইটির আয়োজনে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগরে উৎসর্গ সোসাইটির আয়োজনে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আজ শনিবার সকাল ৯টায় উৎসর্গ সোসাইটির উদ্যোগে শিশু শিল্পীদের অংশগ্রহণে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং হাফিজিয়া মাদ্রাসার ১৩ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, নকিপুর সরকারি পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, প্রভাষক সরদার সাইফুল্লাহ, কবি মাহবুব বুলবুল, সাংবাদিক হুসাইন বিন আফতাব, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, কবি গোলাম মোস্তফা, শ্রমিক নেতা আসাদুজ্জামান, সমাজকর্মী সাইফুদ্দীন এবং স্বেচ্ছাসেবী সাংবাদিক মোমিনুর রহমান,মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, জাহিদ হাসান, শরীফুল ইসলাম শরীফ, মাওলানা হাবিবুল্লাহ, এস এম ইমদাদুল হক, আবির মহিবুল্লাহ প্রমুখ।

নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিশু শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসর্গ সোসাইটির এ আয়োজন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited