November 21, 2024, 8:44 am
দেবহাটা প্রতিনিধি: মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। শুধু দেশ নয়, আল্লাহর বিধান যদি সারা দেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে বিশ^ সুন্দর ও শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) আগমন করেছিলেন। আমরা নেতার পরিবর্তন চাই না। আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। সখিপুর ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ঘটিকায় সখিপুর মোড়স্থ ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর মোড়কে শহীদ হোসেন আলী চত্বরের নাম ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে সেক্রেটারী আফসার আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কমিটির সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, সোলাইমান নদভী, দেবহাটা উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য আব্দুর রব, কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ। সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
Leave a Reply