April 4, 2025, 6:03 am
মোস্তাকীম হোসাইন,ধুলিহর:সাতক্ষীরায় স্কুল পর্যায়ে শিক্ষার্থী ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।০৮ অক্টোবর (মঙ্গলবার) আর আই বি হোপ প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থী ফোরাম গঠনের উদ্দেশ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জি.এম আব্দুর রকিব আল মেহেদী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর আই বি হোপ-প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটির মোঃ ইসরাফিল গাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ মোকলেছুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
অতিথি তার বক্তব্যে এ প্রকল্পের লক্ষ্য- উদ্দেশ্য এবং মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকার কথা আলোচনা করেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ব্যক্তি,স্কুল,পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রের সকল জায়গায় মানবাধিকার রক্ষায় স্কুল শিক্ষার্থী ফোরামের গুরুত্ব সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট একটি স্কুল শিক্ষার্থী ফোরাম গঠন করা হয়েছে।
Leave a Reply