January 2, 2025, 4:48 pm
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :বাঁশদহা পিয়ার গ্রুপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে বাঁশদহা পিয়ার গ্রুপের আয়োজনে ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।বাঁশদহা পিয়ার গ্রুপের সভাপতি বিথী রানীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মঈনুল হাসান সোহান,প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আফরোজা খাতুন সহ বাঁশদহা পিয়ার গ্রুপের সকল সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় হলো,প্রতিটি কন্যা শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং সামাজিক এইগুলো মানুষের মৌলিক অধিকার এগুলো রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব আমাদের সকলকে সে দিকে সচেষ্ট থাকতে হবে কোন শিশুকে পিছিয়ে রাখা যাবে না তাই সে ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেক শিশুর অধিকার রক্ষা করতে হবে বিশেষ করে কন্যা শিশুদের কে। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেন উত্তরণ ও ওয়ার্ল ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট।
Leave a Reply