January 2, 2025, 7:31 pm
আল জাবির রাহী নগরঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে নগরঘাটা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ওই রাস্তাটির সংস্কার করেন।
উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া মন্দির সংলগ্ন রাস্তাটি ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা সবাই মিলে পুকুরের পাশে বাশ পুতে বালুর বস্তা দিয়ে ভরাট করে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।
নগরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মেহেদী হাসান বলেন, ‘অনেক দিন যাবৎ রাস্তাটি ভেঙে পুকুরে চলে গেলে এলাকার লোকজন চলাচল করতে পারত না। জামায়াত শিবিরের নেতাকর্মীদের নজরে এলে সবাই মিলে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়।’
Leave a Reply