January 3, 2025, 3:50 am
রুহুল কুদ্দুস,সাতক্ষীরা:সাতক্ষীরা দ্যা পোল স্টার পৌর হাইস্কুলে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়ে ছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে সাতক্ষীরা দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের ল্যাব রুমে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটট রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান আসাদ, রুহুল কুদ্দুস, ইলিয়াস হোসেন ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। এসময় বক্তারা বলেন,সকল চ্যালেন্জ মোকাবেলা করে কন্যা শিশুদের এগিয়ে যেতে হবে,এবং এবছরের মুল প্রতিপাদ্য বিষয় হলো,প্রতিটি কন্যা শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার, এ বিষয়টির দিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং তাদের যথাযথ মুল্যায়ন করতে হবে। আজকের কন্যা শিশুরা হলো আগামী দিনের মা কেউ কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত হবে সুতরাং তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তাদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সুযোগ প্রদান করতে, মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আর বাস্তবায়ন করে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট।
Leave a Reply