October 18, 2024, 6:20 am

পানিবন্দি মানুষের সহযোগিতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে কঠোর প্রচেষ্টায় জামায়াত নেতৃবৃন্দ

পানিবন্দি মানুষের সহযোগিতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে কঠোর প্রচেষ্টায় জামায়াত নেতৃবৃন্দ

আব্দুল করিম, ধুলিহার প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভা, ধুলিহর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা মানুষ পানি বন্দী জীবন যাপন করছে । এলাকায় বসবাসের অনুপোযোগী হওয়ায় মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের জায়েন্ট সেক্রেটারি মাওঃ আব্দুস সবুরসহ উপজেলা জামায়াতের প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহম্মেদ, এসিল্যান্ড অতীশ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হকসহ জেলা প্রশাসনের সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বেতনা নদী খননের সময় নদীতে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধগুলো ভেঙ্গে দেওয়া হচ্ছে।সোমবার ( ০৭ অক্টোবর)জামায়াত নেতা মাওঃ আব্দুস সবুর এলাকাবাসীদের নিয়ে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় নদী খনন করার সময় অবৈধভাবে নদীর মধ্যে ঘেরে ভেড়ী ভেঙ্গে দেওয়ার সময় বাধার সম্মুখীন হন।এসময় এসিল্যান্ড আশাশুনি রাশেদ হুসাইন তাদেরকে কঠোর হস্তে দমন করেন। সাথে স্কুবিটর দিয়ে নদীর ভেতরে ঘেরের বেড়ীবাঁধ ভেঙ্গে দেন। জনগনের দাবি আশাশুনি নওয়াপাড়া সংলগ্ন নদীর মাঝপথে স্কুবিটর দিয়ে ১০০ গজের মতো একটি ড্রেন খনন করলে সাতক্ষীরা পৌরসভা, মাছখোলা, কোলনি, বদ্দিপুর, দামারপোতা, জেয়ালা, বড়দল, বাগডাঙ্গা, গোবিন্দপুর, তালতলা, বালুইগাছা, ধুলিহর, সানাপাড়া, কোমরপুর এলাকা পানিবন্দি হতে রক্ষা পাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited