April 4, 2025, 5:42 am
আব্দুল করিম, ধুলিহর প্রতিনিধিঃ কবুতর-মুরগির জের ধরে সাবুর আলি জখম হছেয়ে। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়া গ্রামের বাসিন্দা মৃত ইমান আলির ছেলে সাবুর আলি (৪৬)। কবুরত, হাঁস, মুরগি, তার চাচাতো ভাই জুব্বার আলির ছেলে আনারুল ইসলাম ভুলুর বাড়ির সিমানে ভিতরে প্রবেশ করলে আটকে রাখে, বিক্রয় করে দেয় প্রতিবাদ করলে আনারুল ইসলাম ভুলু (৪৭) এবং তার ছোট ছেলে সাকিব হোসেন, সাবুর আলিকে বাশের লাঠি, গাছের ডাল নিয়ে বেধড়ক মারপিট করে তার মাথা ফাটিয়ে জখম করে দেয়। চিকিৎসক রত আবস্থায় ডাক্তার খানায় আছেন রুগির অবস্থা আশংকা জনক।
Leave a Reply