April 4, 2025, 6:10 am
আব্দুর রাজ্জাক :আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭অক্টোবর রোজ সোমবার বিকাল ৪ ঘটিকা জামায়াতের ইয়াং সোসাইটি ও সদর ইউনিয়নের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ)মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে উপজেলা জামায়াতে আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্ব ও যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য সাতক্ষীরা জেলা আমীর মুফতি মুহাদ্দিস হাফেজ অধ্যক্ষ রবিউল বাসার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রাসূল (সাঃ) কে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে বিশ্ববাসীর মানবতার কল্যাণের জন্য। রাসূল (সা:)কে অনুসরণ অনুকরণ না করলে মুক্তি পাওয়া যাবে না।রাসুল (সাঃ) রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য সাতক্ষীরা শহর আমীর সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সোবাহান মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর,শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর নুরুল আফসার মুরতাজা, উপজেলা সেক্রেটারি মোশারফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সদর সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, পূর্ব শাখা সভাপতি মোখলেছুর রহমান,পশ্চিম সেক্রেটারি মমিনুর রহমান সহ সকল ইউনিয়ন পর্যায়ে আমীর সেক্রেটারি নেতৃবৃন্দ প্রমুখ।বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ইয়াসিন আরাফাত,কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী ও তাজাল্লা শিল্পীগোষ্ঠী।
Leave a Reply