November 21, 2024, 10:22 am

আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করা সেই নারী ম্যাজিস্টেটের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ

আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করা সেই নারী ম্যাজিস্টেটের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা, এবং ছাত্র-জনতার গনঅভ্যুত্থান কে কটুক্তি করা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (উর্মি) কে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে ০৭ই অক্টোবর (সোমবার) বিকাল ৫.৩০ মিনিটে সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক, ইখতিয়ার উদ্দিন, যুগ্ম আহবায়ক সিয়াম রহমান, ইমরান বাশার,সোহাগ হোসেন।সদস্য সচিব ঝুমা মারিয়াম, সহকারী সদস্য সচিব তামিম হোসেন, সহকারী সদস্য সচিব ছাব্বির, সদস্য আনিছুর রহমান, তারিক ইসলাম, মেহেদি হাসান,সহকারী সদস্য সচিব মোঃ নাহিদ হোসেন প্রমুখ।
লালমনিরহাটে ওএসডি হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে জাস্টিস ফর জুলাই সংগঠনের নেতৃবৃন্দ ।
জাস্টিস ফর জুলাই – সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন,
“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান”।ওএসডি হওয়ার পর সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি বলেন, ‘আই্ম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। এরপর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে তাকে বরখাস্ত করা হয়। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited