January 3, 2025, 5:16 am
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় বাংলাদেশ ভিলেজ ডক্টরস ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) বিকাল ৩টায় সেকেন্দ্রা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভিলেজ ডক্টরস ফোরামের উপজেলা সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী ডা. আলমগীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও ভিডিএফের প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিলেজ ডক্টরস ফোরামের উপদেষ্টা মহিউদ্দীন মাহমুদ, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ, ভিডিএফের সহ-সভাপতি ডা. আব্দুল আজিজ, সহ-সেক্রেটারী ডা.এম কবির হোসেন রিপন, সহ-সেক্রেটারী (বায়তুলমাল) ডা. আবু হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. রুস্তম আলী, প্রচার সম্পাদক ডা. তাসনিম আলম, অফিস সম্পাদক ডা. শেখ রেজওয়ান আলী, সমাজকল্যাণ সম্পাদক ডা. আব্দুল গফফার, সদস্য ডা. ফজলুর রহমান, ডা. রবিউল বাশার, ডা. শফিকুল আলম, ডা. রুহুল কুদ্দুস, ডা. কবির হোসেন, ডা. মুরাদ হোসেন, ডা. আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলার ৫টি ইউনিয়নের ৭টি ইউনিটের সভাপতি ও সেক্রেটারীরা শপথ গ্রহণ করেন। সেই সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবহাটার প্রত্যেকটি মন্দিরে ফ্রী মেডিকেল ক্যাম্প বসিয়ে মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এছাড়া ভিডিএফের তিন উপজেলা একত্রে করে সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply