November 21, 2024, 8:49 am
মোহাম্মদ হাফিজ,শহর প্রতিনিধি :সদর উপজেরা আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে সমস্যা চিহ্নিতকরণ, কারণ অনুসন্ধান, প্রতিকারের উপায় নির্ধারণ ও সমাধানের কর্মপদ্ধতি বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য চাষি ও বন্যা কবলিত এলাকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।শনিবার(০৬ ই অক্টোবর) দুপুর ৩ টায় উপজেলা ডিজিটাল প্রশিক্ষণ কম সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুস সবুর, সাংবাদিক ও মৎস্য চাষী জিল্লুর রহমান,মৎস্য চাষী আইয়ুব আলীসহ জলাবদ্ধ ভোগী জনসাধারণ।সমন্বয় সভায় নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ বলেন,”আগামীকাল সোমবার আমি সার্কাল গেট ও সুপারিঘাটার গেটের আশেপাশে যে বাঁধগুলো রয়েছে স্থানীয় লোকজনের সহয়তায় যদি এক ইঞ্চিও পানি কমে যায় তাহলে গেটগুলো ছেড়ে দেব।এসময় তিনি আরো বলেন আগামীকাল সোমবার সকাল ০৯ টায় তিনি সরজমিনে যাবেন।আর অতিশীঘ্রই মোটর লাইনের ও সংযুক্তের কথা বলেন। এসময় তিনি আরো বলেন মোটরের যে বিদ্যুৎ বিল আসবে সেগুলোর জন্য অ্যাড জাস্ট করে দেওয়া হবে “।
Leave a Reply