January 2, 2025, 5:11 pm
আব্দুর রাজ্জাক : আগামী ৭ অক্টোবর সোমবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঐতিহাসিক সিরাতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি বাজারে অবস্থিত জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও আই বি ডব্লিউ এফ সভাপতি এবিএম আলমগীর হোসেন পিন্টু,উপজেলা ইয়াং সোসাইটির সভাপতি ডাক্তার রোকনুজ্জামান, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি বেলাল হোসাইন, মাওলানা মনিরুজ্জামান। এ সময় সদর ইউনিয়নের বাইতুলমাল সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলু, ওয়ার্ড সভাপতি মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় (৭ অক্টোবর) আশাশুনি হাইস্কুল মাঠের সিরাত মাহফিলে ধর্ম ধর্মপ্রাণ মুসল্লিদেরকে দলে দলে যোগদান করার আহ্বান জানান।
Leave a Reply