November 21, 2024, 9:07 am

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০ বছর পদার্পণে ঝাউডাঙ্গায় দোয়া ও মোনাজাত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০ বছর পদার্পণে ঝাউডাঙ্গায় দোয়া ও মোনাজাত

এস.এম আব্দুল্লাহ :: শরিয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি সাফল্যের ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা উপশাখায় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদরাসার সাবেক অধ্যাক্ষ ও ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌ম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাক্ষ খলিলুর রহমান, অবঃ শিক্ষক গোলাম রব্বানী, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহ,

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, আবুল হোসেন, আতাউর রহমান, গোরাম রসুল, তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীন আলেম আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব বলেন, দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মতিউর রহমান বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের একটি অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ব্যাংকের আমানতের মোট পরিমাণ ৫১ হাজার ৫৩০ কোটি টাকা (জুন’২৪) এবং বিনিয়োগের পরিমাণ ৪৬ হাজার ৫৬১ কোটি টাকা। ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ যার মধ্যে ২ লক্ষ ৫ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited