November 21, 2024, 8:39 am
আব্দুর রাজ্জাক :আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মিনিবাসের ধাক্কায় ইজিবাইক ও ভ্যান খাদে ও ভঙ্গুর অবস্থায় পরিনত হয়েছে। সোমবার বেলা ১.৩০মিনিটে কুল্যার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাতক্ষীরা থেকে আশাশুনির উদ্দেশ্যে ছেড়ে আসা মিনিবাস (ঢাকা চ ৪৪৮৫) কুল্যার মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি বাইক ও কয়েকটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় ইজি বাইক চালকসহ ভ্যান চালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনায় কবলিত আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সহায়তায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে দুর্ঘটনায় কবলিত মিনি বাসটি স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেয়। এছাড়া দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ভ্যান স্থানীয়রা উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়ে দেন। তবে মিনিবাস রেখে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন খান বলেন দুর্ঘটনায় কবলিত যানবহন পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply