January 3, 2025, 3:21 am
এস.এম আব্দুল্লাহ, সাতক্ষীরা :: গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামি ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা শাখার উদ্যোগে রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টায় ব্যাংক ভবনে গ্রাহক সেবা মাস উপলক্ষে বৈদেশিক রেমিট্যান্স সুবিধাভোগী, আমানত ও বিনিয়োগ গ্রাহক এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার ভিপি ও শাখা প্রধান জনাব মোঃ সাদেক আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঝাউডাঙ্গা উপশাখার ইন-চার্জ মোঃ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিঃ এর কমিউ ডিরেক্টর ও প্রবীণ আলেম আলহাজ্ব অধ্যাক্ষ মাওঃ আব্দুল বারী সাহেব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ফরান এক্সচেঞ্জ ইনচার্জ মোঃ সেলিম মল্লিক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান প্রমুখ। গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন শেখ আব্দুল মান্নান, মোঃ আলতাফ হোসেন, মোঃ জিয়াদ আলী।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওঃ আবু মুছা।
Leave a Reply