November 21, 2024, 8:55 am
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এম পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি,মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, বাজনীতি করবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। আল্লার সে মতবাদ, আল্লাহর দ্বীন এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক,কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী,
ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশানসহ আরো যারা কুরআনের আইন চাই তাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। আমরা কুরআন, সুন্নার আইন বাংলাদেশে কায়েম করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমাদের জীবন শহীদ হয়ে যাবে,তবু এদেশে কুরআন সুন্নার আইন চালু হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিগত জালিম সরকার সকল বিভাগে এমনকি মসজিদ কমিটিতে তাদের লোক বসিয়ে রেখেছে, এখন থেকে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে আপনারা মসজিদ কমিটির সভাপতি করবেন। তিনি বর্তমান উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে এই ষড়যন্ত্রকারীদের অতি দ্রুত চিহ্নিত করতে হবে। এবং সেখানে সৎ ও দেশপ্রেমিক জনবল নিয়োগ দিতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর )দুপুর ১২ টার দিকে আল আমিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে রুকনদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
সেক্রটারী মাওলানা আজিজুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা,সহকারী সেক্রেটারী প্রফেসর ওবায়দুল্লাহ,প্রফেসর ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদের এ্যাড.আব্দুস সুবহান মুকুল,ডা.মাহমুদুল হক, জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিন, মাওলানা ওসমান গনি, অধ্যাপক আব্দুল ওয়ারেছ, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রটারী খোরশেদ আলম,সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর আমীর মাওলানা শাহাদাত হোসেন, শহর ছাত্র শিবিরে সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, ছাত্র নেতা হাবিবুর রহমান, আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।#
Leave a Reply