January 3, 2025, 2:17 am
এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি।। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোয়ালডাঙ্গা বাজার (আশাশুনি) আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০ মিনিটে শাখা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
গোয়ালডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন ফকির এর সভাপতিত্বে সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন গোয়ালডাঙ্গা বাজার এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াজেদ। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন-ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল, অফিসার ও ম্যানেজার অপারেশন্স আইবিবি পিএলসি সৈয়দ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজ সেবক আবু মুছা তারিকুজ্জামান তুষার, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র অফিসার বেলাল হোসেন ও ফয়সাল মাহমুদ, প্রতাপনগর এ পি এস কলেজের প্রভাষক মাওঃ আল আমিন, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, মিত্র তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক, বড়দল ইমাম সমিতির সভাপতি মাওঃ মারুফ বিল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মহিবুল্লাহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করে মমিনুর রহমান।
Leave a Reply