November 21, 2024, 8:59 am
রুহুল কুদ্দুস,সাতক্ষীরা : সাতক্ষীরা ইয়ুথ গ্রুপের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পলাশ পোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেনি কক্ষে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচটি ইয়ুথ গ্রুপের ধন্যবাদ জ্ঞাপন ও হস্তন্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । প্রধান রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জীব কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মাে: তরিকুল ইসলাম, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমীন নাহার, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ,মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মইনুল হাসান সোহান, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস। এসময় রিসোর্স পারসনরা বলেন , যুব সমাজ চাইলেই সব কিছু করতে পারে আর তোমরাই তো যুবক যুবকরা একটি নতুন দেশ গঠন করেছে আগামীতেও তোমরা অবদান রাখতে পারবে যদি তোমরা সেভাবে গড়ে ওঠ। আমাদের অধিদপ্তর সব সময় তোমাদের পাশে আছে থাকবে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা হবে। এসময় ইয়ুথ গ্রুপের সভাপতিরা বলেন, আমরা এলাকায় বিভিন্ন রকম কাজ কর্ম করে থাকি যেমন রেফারেল, বাল্য বিবাহ প্রতিরোধ,জন্ম নিবন্ধন, এ সকল কাজ করার জন্য ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট আমাদেরকে একত্রিত করেছে আমরা তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে উত্তরণের কথা না বললেই নয় সাতক্ষীরার গণমানুষের প্রাণের সংগঠন উত্তরণ হলো অসহায় হতর-দরিদ্র মানুষের আশ্রয়স্থল ধন্যবাদ জানাই। সবশেষে ইয়ুথ গ্রুপকে যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় ইয়ুথ গ্রুপকে বুঝে নেন যুব উন্নয়ন অধিদপ্তরের অপু পরিচালক সঞ্জীব কুমার দাস।প্রজেক্ট অফিসার সকলকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে প্রোগ্রাম শেষ করার বলেন।
Leave a Reply