November 21, 2024, 8:48 am
শাহ জাহান আলী মিটন,নিজস্ব প্রতিনিধি :“প্রকল্প থেকে রাজস্ব খাতে নয়” এই স্লোগানে শিক্ষা ভবন, ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সারা দেশের ন্যায় মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. রবিউল ইসলাম ও ওয়াহিদা ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসারগণ প্রকল্পে নিয়োগ, প্রকল্প শেষে তাদের চাকরী থাকার কথা না, তারা পিএসসি বা সরাসরি নিয়োগ প্রাপ্ত নয়, সরকারি বদান্যতায় তারা রাজস্ব খাতে এসে এখন জেলা শিক্ষা অফিসারের পদে নিয়োগের আবদার করছে। কিন্তু এটা বিধি সম্মত না, অধিদপ্তরে এটা নিয়ে কথা কাটাকাটিতে সরকারি স্কুলের শিক্ষকদের তারা মারধোর করেছে। এর প্রেক্ষিতে আজ আমাদের এই মানববন্ধন।” এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply