September 19, 2024, 4:02 pm

অপরিকল্পিতভাবে ঘের করার কারণে সরকারী প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও লোকালয় প্লাবিত

অপরিকল্পিতভাবে ঘের করার কারণে সরকারী প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও লোকালয় প্লাবিত

শামীম হোসেন, সদর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৩ নং সীমান্তবর্তী বৈকারী ইউনিয়নের মিরগীডাংগা গ্রামে প্রবল বৃষ্টির কারণে সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট ও বিভিন্ন বসতবাড়ি প্লাবিত হয়েছে। স্থানীয় ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী হোসেন এবং মিরগীডাংগা প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অপরিকল্পিতভাবে মাছের ঘের করার কারণে ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ এ অবস্থায় চরম হতাশা ও দূর্দশার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে। উক্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বিদ্যালয়ে অবস্থান করা ও ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে।এ অবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গরা এ সমস্যার সমাধানের জন্য সরকারী বিভিন্ন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited