November 21, 2024, 8:33 am

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা পন্ড নৈপথ্যে ছাত্ররাজনীতি

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা পন্ড নৈপথ্যে ছাত্ররাজনীতি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা পণ্ড হয়েছে। ছাত্রদের দুই পক্ষের দ্বন্দ্বে এই সভা করতে পারেননি কেন্দ্রীয় সমন্বয়করা ।সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমম্বয়ক নাজমুল হোসেন রনি জানান, শিল্পকলা একাডেমিতে বিকালে ওয়াহিদুজ্জামান,আকরাম হোসেন রাজসহ কেন্দ্রীয় সমম্বয়কদের সাথে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমম্বয়ক আকরাম হোসেন রাজ। এসময় জনি ও সানি নামের দু’জন ছাত্র অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চ-বাচ্য করতে দেখা যায়। এমনকি তারা মঞ্চে তেড়ে আসে। কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাইরে চলে যাওয়ার ঘোষণা দেন সানি। এসব হট্রগোলের মধ্যে বক্তব্য শেষ করেন রাজ।

আরেক সমম্বয়ক ইমরান হোসেন বলেন, বিকাল সাড়ে চারটায় সভা শুরু হওয়ার পর স্বেচ্ছাসেবার কাজ করছেন ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা,এমন অভিযোগে ছাত্রদলের কর্মীরা ভূয়া-ভূয়া শ্লোগান দেয়। এ থেকে সভায় গল্ডগোলের শুরু।

তবে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব জানান, জনি ও সানি নামের ছাত্রদলের কোনো নেতা-কর্মী নেই। ছাত্রদলের কর্মী বলে যাদের পরিচয় দেওয়া হচ্ছে , এটা ষড়যন্ত্রমুলক। ছাত্রদলের কোনো নেতাকর্মী আজকের সভায় উপস্থিত ছিলেননা বলে জানান তিনি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সাতক্ষীরার কয়েক সমম্বয়ককে বাদ দিয়ে অন্যান্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়েছে। এর জের ধরে শিল্পকলা একাডেমিতে হৈ-হট্রগোল শুরু হয়। ছাত্রদের এক পক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা সামনে থেকে আন্দোলন করছে, তাদের সাথে বৈষম্যমুলক আচরণ করা হচ্ছে। তাই প্রোগ্রাম হতে দেওয়া হবেনা। তাদেরকে প্রোগ্রাম বন্ধ করে ঢাকায় ফিরে যাওয়ার হুশিয়ারি দেন তারা। এরপর থেকে উত্তাল হয়ে উঠে পুরো অডিটরিয়াম। একে-অপরের সাথে হট্রগোলে জড়িয়ে পড়লে সভা পণ্ড হয়। পরে অডিটরিয়ামের সামনে মারপিটে জড়ান ছাত্রদের দু’গ্রুপ।

সাতক্ষীরার অনুষ্ঠানের আয়োজক জাভেদ মীর জিতু বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠান ও ইনহাউস মিটিং সাকসেস হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সভা চলাকালে বলা হয়, কেন্দ্রীয়ভাবে সাতক্ষীরা বা দেশের ৬৪ জেলায় সমন্বয়কদের কোন কমিটি দেয়া হয়নি। এখানে যে কমিটি করা হয়েছে তা ভুয়া। এই কথা বলার পর সাতক্ষীরায় সমন্বয়ক পরিচয়দান কারীরা বিকাল সাড়ে তিনটার সভা ভন্ডুল করতে উঠে পড়ে লাগে। পরের সাতক্ষীরা জেলার শিল্পকলা একাডেমিতে সভা শুরু হলে তারা বিশৃঙ্খলা শুরু করে দেয়। বাধ্য হয়ে ঢাকার সমন্বয়করা অনুষ্ঠান স্থগিত করেন। পরে অন্য কোন জায়গায় এই সভা করা হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited