November 21, 2024, 9:11 am

শহীদ আসিফের পরিবারের খোজ খবর নিলেন সাতক্ষীরার নবাগত ডিসি ও এসপি

শহীদ আসিফের পরিবারের খোজ খবর নিলেন সাতক্ষীরার নবাগত ডিসি ও এসপি

স্টাফ রিপোটারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ , নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রবিবার ১৫ সেপ্টেম্বর সন্ধায় শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান। এসময় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শহীদ পরিবারটির সার্বিক সহযোগীতার আশ^াস দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক নাজমুল হোসেন রনি, সাদ্দাম হোসেন, মোহিনী তাবাসসুম ,ইব্রাহিম খলিললুল্লাহ ,নুহা আনসার, সুহাইল মাহদীন, নাহিদ হাসান শান্তা, মহিউদ্দিন, ওমর ফারুক প্রমুখ্য। উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ হাসান। আসিফ সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited