November 21, 2024, 8:45 am
আবুল হোসেন, সদর প্রতিনিধি: সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের কুমিল্লা, ফেনী , নোয়াখালী সহ অন্যান্য কিছু জেলার অংশবিশেষ পানি দ্বারা নিমজ্জিত হয়েছে। স্মরণ কালের সেরা এ বন্যায় বানভাসি মানুষ সহ পশু পাখি গৃহহীন ও দিশেহারা হয়ে পড়েছে। বানভাসি মানুষ খাবার পানীয়, ওষুধসহ প্রয়োজনীয় অনেক কিছুর জন্য সীমাহীন কষ্ট অনুভব করছে। আস সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক এনজিও দূর্গত মানুষের সেবায় কাজ করছে। সীমাহীন এ দূর্ভগ থেকে রক্ষা পেতে হলে অনেক অর্থের প্রয়োজন বিধায় কলারোয়া উপজেলার খোরদো হাইস্কুল ফুটবল মাঠে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলের সমুদয় অর্থ খরচ বাদে সবই আস সুন্নাহ ফাউন্ডেশনে প্রদান করা হবে বলে নিশ্চিত করেন যুব সমাজ।আগামীকাল ০৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায়
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া।
বিশেষ আলোচক থাকবেন হযরত মাওলানা রবিউল বাশার, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা আমজাদ হোসেন সভাপতি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ১১নং দেয়াড়া ইউনিয়ন শাখা।
Leave a Reply