January 2, 2025, 3:54 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সরোয়ার হোসেন ‘র সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলার মাসিক এনজিও সমন্বয় সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের উন্নয়নের কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার এস এম আকাশ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন,সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার জয়ন্ত সরকার, সূর্যে হাসি ক্লিনিক এর ম্যানেজার মিকাইল হোসেন ,ইডা এর প্রোগ্রাম সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, জে জে এস এর অ্যাডভোকেসি অফিসার আব্দুর রহমান, হাবিতাত এর প্রজেক্ট ম্যানেজার মিহির কুমার, নাবলক এর সিএম নুরজাহান পারভীন, আরা এনজিওর প্রোগ্রাম ম্যানেজার সুলতান মাহমুদ, সাজেদা ফাউন্ডেশন এর জিল্লুর রহমান, শিশু উন্নয়ন প্রকল্পের সাইমন সরদার, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সুধাকর বিশ্বাস, ডাক্তার সুব্রত, স্বদেশের দেবজ্যোতি ঘোষ, আর আর এফ এর জাহাঙ্গীর ইকবাল, সুশীলনের প্রশান্ত কুমার মিত্র, নবজীবনের অছিউল আলম, জাগরণী চক্র ফাউন্ডেশনের আলমগীর হোসেন, উন্নয়ন পরিষদ এর মো: বাকী বিল্লাহ, মুক্তি ফাউন্ডেশনের রাজীব দাস, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সরদার গিয়াস উদ্দিন আহমেদ সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply