January 2, 2025, 5:38 pm
রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি:
আর্সেনিক টেস্ট কিট ব্যবহারের উপরে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগাস্ট মঙ্গলবার সকালে দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ধুলিহর, ব্রক্ষরাজপুরও ফিংড়ির পানি ব্যবস্থপনা দলের সদস্য,নারী পানি ব্যবস্থপনা দলের সদস্য,ইয়ুথ পানি ব্যবস্থপনা দলের সদস্যদের নিয়ে কিভাবে আর্সেনিক কিট ব্যবহার করে পানি পরীক্ষা করা হয় এর উপরে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট অফিসার এস এম চাতক (প্রোগ্রাম), প্রোজেক্ট অফিসার রোমেল(রিপোটিং) ও ফিল্ড অফিসার ফারহানা দিবা।সদস্যদেরকে কিভাবে পানি পরীক্ষা করা হয় তা হাতে কলামে শেখানো হয় এবং প্রত্যেককে একটি করে ফরমেট প্রদান করা তাতে কয়টা আর্সেনিক পরীক্ষা করবে তা লিখে রিপোর্ট করবে এবং প্রতিবেদন প্রকাশ করবে।এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা হলো লবানাক্ত একটি জেলা৷ আর এখানে প্রধান সমস্যা হলো আর্সেনিক আমরা সবাই নিরাপদ পানি পান করতে হবে এবং নিরাপদ পানি ব্যবহারে উৎসাহিত করতে হবে।আর বিশেষ করে বন্যার্তদের পাশে থাকতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে।সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নিরাপদে গন্তব্যে পৌছানোর জন্য বিশেষ ভাবে বলা হয়।
Leave a Reply