January 2, 2025, 7:08 pm
মুহাম্মদ হাফিজ :ভারতের পানি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করছে
সাধারণত শিক্ষার্থীরা।শনিবার সকাল ১১ টায় শহীদ আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন রিজভী, মুজাহিদ, নাঈম, সাকিব,তোফায়েল, সেলিম রেজা,আবু উবাইদা,আসাদ, আরমান,আনিছুর রহমান, জয়, সোহাগ,ইয়াছিন আরাফত,রতনা, সুমা,আরমান আলী,সাব্বির, শরিফুল, আব্দুর রহমান, রায়হান,সুমন,আলিফ,তানজিম, মোস্তাক,মাহবুব, আজগর,আকবার।বক্তারা বলেন, বাংলাদেশকে কোনোরকম অবহিত না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাঁধের গেট খুলে দিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ পানিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
Leave a Reply