November 21, 2024, 8:59 am
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালা উপজেলা জামায়াতে ইসলামের সাথে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাক্ষাৎ করেছেন।
১৮ আগষ্ট রবিবার সন্ধ্যার পর পাটকেলঘাটায় অবস্থিত তালা উপজেলা জামায়াত অফিসে এসে ক্ষতিগ্রস্তরা তাদের বর্তমান অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহোযোগিতা কামনা করেন। এসময় ৫ ই আগষ্ট পাটকেলঘাটা বাজারে ভাংচুরে ক্ষতিগ্রস্ত রীনা টেলিকমের স্বত্বাধিকারী রুপায়ন হাজরা তার দোকানে থাকা সমস্ত মোবাইল, ব্যাংকের চেক বই সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল লুটপাটের ঘটনার বিষয়ে তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন এখনো পর্যন্ত আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে যাতে আমি বাজারে উঠতে না পারি। তিনি পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেন, সেব্যাপারে সহোযোগিতা চান। পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ ২০০০ সন এর পক্ষ থেকে তার সাথে ছিলেন জয়ন্ত বিশ্বাস, লক্ষণ দাস, বিপ্লব মণ্ডল, সুশংকর ঘোষ, মাস্টার শরিফুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
তাদের কথা শুনে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য সাবেক তালা উপজেলা আমির ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা সূরা সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক মোঃ ইয়াসিন আলী সরদার, সুরুলিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ শাহ আলম, মাসুদুর রহমান সুরুজ, সেলিম হোসেন,নিছারুল হক,তাইফুর প্রমূখ।
Leave a Reply