January 2, 2025, 6:40 pm
হাফিজুল ইসলাম:তুলির আঁচড়ে পাল্টে যাচ্ছে সাতক্ষীরার বিভিন্ন দেয়াল। শুক্রবার (১৬ আগস্ট) সাতক্ষীরা সদর থানা, ফুড অফিস মোড়ে ও সাতক্ষীরা সরকারি কলেজে গিয়ে দেখা যায় দেয়াল জুড়ে লেখা হয়েছে বিভিন্ন নীতিকথা ও চিত্রকর্ম। হাঁটতে হাঁটতে চোখে পড়ে এসব লেখা। কেউ কেউ দাঁড়িয়ে সেসব লেখা পড়ছে কেউ বা চলতে চলতে।দেয়ালে লেখা মনিষীদের বাণী, বিভিন্ন উপদেশমূলক উক্তি দেখে নীতিকথা শিখছে শিক্ষার্থীরা।কথা হয় সাতক্ষীরা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী রাবিয়ার সাথে ।রাবিয়া বলেন, “লেখাগুলো পড়তে ভালো লাগে। অনেক কিছু জানা যায়। রাস্তা দিয়ে যখনই হাঁটি লেখাগুলো পড়তে পড়তে হাঁটি।”এ বিষয়ে সরকারি কলেজের এক শিক্ষক বলেন, “আমরা চাই আমার ছাত্রী-ছাত্রীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়।তারা শুধু বইয়ের পড়া পড়বে এমনটা না। বিভিন্ন লেখকের কথা অনেকেই জানে না। তাই আমরা দেওয়ালে বিভিন্ন লেখকের লেখা লিখে দিয়েছি। যাতে তারা যাওয়া আসার পথে হলেও এসব নীতিকথা পড়ে।”এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী তানভীর,হাফিজ,সুমাইয়া, অয়ন,বখতিয়ার, বেলাল এদের কেউ বলেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা বাংলাদেশকে নতুনভাবে পেয়েছি। সেই আনন্দে আমরা আমাদের কলেজ ক্যাম্পাসকে নতুনভাবে রাঙিয়ে তোলার জন্য গ্রাফিক্সের কাজ করছি। কেউ বলেছে এদেশকে আমরা নতুনভাবে পেয়েছি। স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি।সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হলে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে।
এ লক্ষ্যেই আমরা তুলির সাহায্য কাজ করে আমাদের সরকারি নাজির আখতার কলেজকে রঙিন করে তুলতেছি।
Leave a Reply